বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা

বিশ্বতামাক মুক্ত দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা এবং সংক্ষিপ্ত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফ, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ তামাক বিরোধী জোটের নেতৃবৃন্দ।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং করোনার কারণে জেলা প্রশাসন চত্বরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত র্যালী অনুষ্ঠিত হয়।